
সোমবার, ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম | সংগঠন সংবাদ » কুষ্টিয়ার ভেড়ামারায় মশাল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি
কুষ্টিয়ার ভেড়ামারায় মশাল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি
Bijoynews , কুষ্টিয়া: ০১/১১/২১ :
পৌর নির্বাচনের পর এবার কুষ্টিয়ার ভেড়ামারায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক জনপ্রিয় নেতা আব্দুল আলীম স্বপনের নেতৃত্বে ৬ ইউনিয়নে জাসদের মশাল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে । ভোটারদের মন্তব্য জাতীয় সংসদ সদস্য কেন্দ্রীয় জাসদের সভাপতি জনাব হাসানুল হক ইনু’র নেতৃত্বে ভেড়ামারায় জাসদের সকল নেতা-কর্মীর মাঝে গড়ে উঠেছে ইস্পাত কঠিন ঐক্য । জাসদের সকল নেতা-কর্মী ভোটের মাঠ চষে বেড়াচ্ছে রাত-দিন । ভেড়ামারা উপজেলায় চাঁদগ্রাম ইউনিয়নে মশাল প্রতীক নিয়ে নির্বাচন করছেন আব্দুল হাফিজ তপন, মুকারিমপুর ইউনিয়নে মশাল প্রতীক নিয়ে নির্বাচন করছেন বেনজির আহাম্মেদ বেনু, ধরমপুর ইউনিয়নে মশাল প্রতীক নিয়ে নির্বাচন করছেন আইয়ুব আলি, জুনিয়াদহ ইউনিয়নে মশাল প্রতীক নিয়ে নির্বাচন করছেন শাহাজাহান আলি, বাহিরচর ইউনিয়নে মশাল প্রতীক নিয়ে নির্বাচন করছেন আবু হোসেন,বাহাদুর ইউনিয়নে মশাল প্রতীক নিয়ে নির্বাচন করছেন আশিকুর রহমান।
ভোটারদের বক্তব্য কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক জনপ্রিয় নেতা আব্দুল আলীম স্বপন ভেড়ামারায় ৬ টি ইউনিয়নে জাসদের পক্ষ থেকে মশাল প্রতীকে যে ৬ জন চেয়ারম্যান প্রার্থী দাঁড় করিয়েছেন তারা সকলেই যোগ্য ব্যক্তি । সামাজিক ভাবে তাদের সকলের রয়েছে গ্রহন যোগ্যতা । জাসদ প্রার্থীরা নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে বলে মনে করেন ভেড়ামারাবাসী । কারণ কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য জাসদ সভাপতি জনাব হাসানুল হক ইনু।
অন্য দিকে জাসদ প্রার্থীদের বিরুদ্ধে নৌকার প্রার্থীরা রয়েছে চরম ভোট আতংকে। কারণ নৌকার প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে নৌকার মাঝিরা । ৩ ইউনিয়নে বিদ্রোহীদের সামাল দিতে নৌকার প্রার্থীরা খাচ্ছে চরম হিমশিম । ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, ধরমপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (বিদ্রোহী) ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল হক ও চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজিবুল হক মুকুল আওয়ামীলীগের এই ৩ বিদ্রোহী প্রার্থী কে সাময়িক বহিষ্কার করা হলেও বিদ্রোহীরা মাঠ ছাড়েনি। বরং নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীরা আদাজল খেয়ে লেগেছে। এ কারণে অনেক সুবিধাজনক অবস্থানে আছে জাসদের প্রার্থীরা । আওয়ামীলীগের ৩ বিদ্রোহী প্রার্থীর সাময়িক বহিষ্কারকে নৌকার প্রার্থীরা আইওয়াশ বলে মনে করছেন। তাদের বক্তব্য নৌকার পক্ষে যদি ওই তিন বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াতেন তা হলে বোঝা যেত নৌকা জয়ী হোক এটা চান নেতারা । নৌকা যদি জিততে না পারে তার জন্য নেতারাই দায়ি থাকবেন বলে মন্তব্য নৌকার প্রার্থীদের।
এ অবস্থার কারণে ভোটারদের ধারণা চাঁদগ্রাম,ধরমপুর, মুকারিমপুর ও জুনিয়াদহ ৪টি ইউনিয়নে জাসদের প্রার্থীরা বিপুল ভোটে জয় লাভ করবেন । বাকী ২টি বাহাদুরপুর ও বাহিরচর ইউনিয়নে জাসদ প্রার্থীর সাথে নৌকার প্রার্থীর হবে তুমুল ভোট যুদ্ধ ।
প্রতিবেদক : শামসুল আলম স্বপন