
বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ চিত্র | জাতীয় সংবাদ | প্রেম / পরকিয়া | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » পরকীয়ার জেরে : মায়ের হাতে শিশু সন্তান খুন
পরকীয়ার জেরে : মায়ের হাতে শিশু সন্তান খুন
Bijoynews : পরকীয়ার জেরে আমির হামজা আরাফ (০৬) নামে এক শিশুকে হত্যা করেছে তার মা। ঢাকায় বসবাস করার সময় একই ফ্ল্যাটের ইমরান নামে এক অবিবাহিত ছেলের সঙ্গে তার পরিচয় হয় মোছা. জান্নাতা আক্তারের। পরিচয়ের সুবাদে উভয়ের মধ্যে ভালবাসা এবং শারীরিক সম্পর্ক তৈরি হয়।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সদর থানার একটি চৌকস টিমের অক্লান্ত পরিশ্রম ও মেধার কারণে এমন একটি হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উম্মোচন হলো। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।