---Bijoynews :নামাজ, রোজা, হ’জ, যাকাত কোনোটারই প্রচলিত নিয়ম সঠিক নয়! ভু’ল আছে ম’সজিদে। তাই অনুসারীদের আসতে হবে নিজের বাঁশ বাগানের দরবারে। সেখানেই নামাজ আদায় করতে হবে। এমনকি পালন করতে হবে হ’জও। শুধু তাই নয়, দুধ দিয়ে ক’থিত এ পরীরে পা ধুয়ে চু’মু খেতে হবে নারী-পুরুষদের। এমনই এক ভ’ণ্ড পরী’রের স’ন্ধান মিলেছে কুষ্টিয়ার দৌলতপুরে। কথিত এ পীরের নাম শামীম। কয়েকদিন আগেই এক মু’সলিম কি’শোরকে ঢাকঢোল বাজিয়ে ‘হরে শামীম’ উলু’ধ্ব’নি দিয়ে দা’ফন করেছেন ভ’ণ্ড এ পীর।