
শুক্রবার, ১৯ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ চিত্র | ইভটিজিং / ধর্ষণ | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » আদিবাসী কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে
আদিবাসী কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে
Bijoynews : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক আদিবাসী কলেজছাত্রীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে আবু সাইদ (৩৮) নামে তার গৃহশিক্ষকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই বিক্ষুদ্ধ লোকজন অভিযুক্ত আবু সাইদকে বেদম মারধর করে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত গৃহশিক্ষক উপজেলার তালম ইউনিয়নের গুল্টা হাজিপাড়া গ্রামের মৃত জাফর মোল্লার ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এ ঘটনায় তাড়াশ থানায় ধর্ষণের শিকার কলেজছাত্রীর বাবা একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে ওই আদিবাসী কলেজছাত্রীর বাবা-মা তাদের বাজারের একটি স্টলে চা বিক্রি করছিলেন। গৃহশিক্ষক আবু সাইদ মোল্লা ওই কলেজছাত্রীকে পড়াতে এসে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে ব্যাপক মারধর করে। পরে মুমুর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক। তিনি বলেন, ‘এ ঘটনা তদন্তের জন্য থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাড়াশ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।’