
মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম | স্বাস্থ্য সংবাদ » ২৪ ঘন্টায় জেলায় ৫ জনের করোনা শনাক্ত : করোনায় আক্রান্ত সাইদুর রহমান মারা গেছেন
২৪ ঘন্টায় জেলায় ৫ জনের করোনা শনাক্ত : করোনায় আক্রান্ত সাইদুর রহমান মারা গেছেন
Bijoynews :
কুষ্টিয়ার খোকসার রমানাথপুরে করোনায় আক্রান্ত সাইদুর রহমান মারা গেছেন
কুষ্টিয়ার খোকসার রমানাথপুরে করোনায় আক্রান্ত সাইদুর(৫৫) মারা গেছেন । ২৪ ঘন্টায় জেলায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ১৫ মার্চ মোট ২১০ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৬৭টি, মেহেরপুর জেলার ১৩টি, চুয়াডাঙ্গা জেলার ১৩টি ও বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ১০৮ টি) মধ্যে কুষ্টিয়া জেলার ০৫ টি, মেহেরপুর জেলার ০১টি, চুয়াডাঙ্গা জেলার ০১টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যাক্তিদের ০১টি ( বিদেশ গমন ইচ্ছুক ব্যাক্তির বাড়ি পাবনা জেলায়) স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে।
★কুষ্টিয়ার আক্রান্ত ৫ জন।
১) কালিশংকরপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
২) কোর্টপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) ঘোষকালিশংকরপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪)রামানাথপুর, ওসমানপুর, খোকসা, কুষ্টিয়া।
৫)দৌলতপুর , ভেড়ামারা, কুষ্টিয়া।
★ এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৯২৯জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৮০৪জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯০ জন।
অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভাল থাকুন।