
বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | প্রেম / পরকিয়া | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম » ডোমারে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে কলেজ ছাত্রীর অনশন
ডোমারে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে কলেজ ছাত্রীর অনশন
রুহানা ইসলাম ইভা.
ডোমার উপজেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়ায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীর সামনে কলেজ ছাত্রীর অনশন করতে দেখা গেছে। দীর্ঘ ২ দিন যাবত কনকনে শীতে প্রেমিকের বাড়ীর সামনে অবস্থান করে কলেজ ছাত্রী ভীষন অসুস্থ হয়ে পড়েছে।
ঘটনাটি ঘটেছে, ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ৪নং ওয়ার্ড খাটুরিয়া পূর্বপাড়া জুগির ডাঙ্গা গ্রামে। সরেজমিনে গিয়ে জানা যায়, উক্ত গ্রামের আব্দুর রহিমের মাদ্রাসা পড়–য়া ছেলে দেবীগঞ্জ উপজেলার বন্দরপাড়া হাফিজিয়া মাদ্রাসায় কর্মরত মোহতামিম হাফেজ জাকারিয়ার সাথে প্রতিবেশী এক কৃষকের কন্যা ডোমার মহিলা কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্রীর দীর্ঘ এক বছর যাবত প্রেম ভালবাসা চলে আসছে। এরই মধ্যে জাকারিয়া কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখীয়ে বিভিন্ন বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে অনৈতিক কর্মকান্ড চালায়। এর মাঝে হাফেজ জাকারিয়া টাকার লোভে অন্য মেয়েকে বিয়ে করার জন্য তৈরী হয়। কলেজ ছাত্রী বিয়ের সংবাদ পেয়ে ১৯শে জানুয়ারী বিকালে জাকারিয়ার বাড়িতে বিয়ের দাবী নিয়ে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় জাকারিয়ার দুই বোন ও মা মিলে কলেজ ছাত্রীকে বেধরক মারধর করে বাড়ির বাহিরে বের করে দেয়। মেয়েটি প্রচন্ড শীতে অসুস্থ অবস্থায় জাকারিয়ার বাড়ির গেটে অবস্থান নেয়। শীতের মধ্যে সারারাত ও সারা দিন শেষে অনশনের কারনে মেয়েটি ভীষন অসুস্থ হয়ে পড়লে ২০শে জানুয়ারী সন্ধ্যায় ইউপি সদস্য তৈয়ব আলী বাবু (হাইব্রিট) ও মজিবুল ইসলাম সহ এলাকাবাসী মিলে মেয়েটিকে জাকারিয়ার বাড়িতে ঢুকিয়ে দেয়।
সোনারায় ইউনিয়নের ইউপি সদস্য তৈয়ব আলী বাবু জানান,“আমি মেয়েটিকে জাকারিয়ার বাড়িতে ঢুকিয়ে দিয়েছি। এবং আজ রাতের মধ্যে বিয়ের ব্যবস্থা করা হবে”।
জাকারিয়ার বাবা আব্দুর রহিম জানান,“আমার ছেলে হাফেজ মানুষ অনেক সৎ ও ভাল ছেলে। সে ওই খারাপ মেয়ের সাথে প্রেম করতে পারে না। যদি মেয়েটি কোন প্রমান দেখাতে পারে তাহলে আমি বিয়ে মেনে নিবো”।
কলেজ ছাত্রী জানান,“বিয়ের প্রলোভন দেখীয়ে আমাকে তার বিভিন্ন বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে অনৈতিক কাজ করেছে। আর এখন টাকার লোভে অন্য মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে। আমার সাথে প্রতারনা করছে জাকারিয়া। তাই আমি তার বাড়িতে এসেছি”।