
বুধবার, ৬ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য-কৃষি | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » কুষ্টিয়ার রোজ হলিডে পার্ক এ্যান্ড রিসোর্ট উদ্বোধন
কুষ্টিয়ার রোজ হলিডে পার্ক এ্যান্ড রিসোর্ট উদ্বোধন
বিজয় নিউজ :
কুষ্টিয়ার বাইপাস সড়কের পশ্চিম পাশে নৈসর্গিক, অবারিত সবুজ মাঠে মনোরম পরিবেশে আধুনিক রচিশীন ও বর্ণাঢ্য আয়োজনে রফিকুল ইসলাম রোজের সার্বিক ব্যবস্থাপনায় রোজ হলিডে পার্ক এ্যান্ড রিসোর্টে শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য,আ,লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রোজ হলডি পার্ক এ্যান্ড রোসোর্টে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর আসনের এম,পি,সোরোয়া জাহান বাদশা,খোকসা কুমারখালী আসনের এম,পি সেলিম আলতাব জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক জনাব আসলাম হোসেন,পুলিশ সুপার এস,এম,তানভীর আরাফাত,জেলা আ,লীগের সভাপতি সদর উদ্দীন খান,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আ,লীগের সহ সভাপতি হাজী রবিউল ইসলাম, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান,আ,লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কামারুল আরেফীন,জেলা যুব লীগের সভাপতি রবিউল ইসলাম।