
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম | সাহিত্য ও সংস্কৃতি » প্রখ্যাত সাংবাদিক গাফফার চৌধুরীর হাতে ‘ভালোবাসার অনুভূতি’ কাব্যগ্রন্থ তুলে দিলেন কবি রোজ
প্রখ্যাত সাংবাদিক গাফফার চৌধুরীর হাতে ‘ভালোবাসার অনুভূতি’ কাব্যগ্রন্থ তুলে দিলেন কবি রোজ
শীলা আবেদীন, লন্ডন থেকে : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি’- অমর গানের রচয়িতা কলামিস্ট, প্রাবন্ধিক, সাংবাদিক, গবেষক, এবং বুদ্ধিজীবী আব্দুল গাফফার চৌধুরীর হাতে লন্ডন বইমেলা উপলক্ষে পারিজাত প্রকাশনী থেকে প্রকাশিত দ্বিতীয় একক কাব্যগ্রন্থ ‘ভালোবাসার অনুভূতি’ তুলে দেন কাব্যগ্রন্থ এর রচয়িতা লন্ডন অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক ম. জয়নুল আবেদীন রোজ । তিনি তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন । এ সময় উপস্থিত ছিলেন পারিজাত প্রকাশনীর প্রকাশক শওকত হোসেন লিটু ও কবি তানিয়া জাহান ঝর্না ।