
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » জাতীয় সংবাদ | পজেটিভ বাংলাদেশ | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | শিরোনাম » দেশের প্রথম খ্রিস্টান নারী এমপি হচ্ছেন ঝর্ণা
দেশের প্রথম খ্রিস্টান নারী এমপি হচ্ছেন ঝর্ণা
Bijoynews : খ্রিস্টান কোনো নারী দেশে প্রথমবারের মতো সংরক্ষিত নারী সংসদ সদস্য হচ্ছেন । তিনি হচ্ছেন খুলনার দাকোপ উপজেলার লাউডোব গ্রামের মেয়ে অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার। একুশে আগস্টের গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন তিনি। ঝর্ণা সরকার আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য।
সোমবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে জমা দেওয়া আওয়ামী লীগের তালিকায় র্ঝণা সরকারের নাম ছিল ৩০ নম্বরে। তিনি খুলনা-বাগেরহাট ১১নং সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে দলের মনোনয়ন পান।
১৯৯৫ সালে সেন্ট পলস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। মাধ্যমিক শিক্ষা জীবনে মা-বাবার সঙ্গে একটি হত্যা মামলায় আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন, সেই থেকে তার স্বপ্ন ছিল আইনজ্ঞ হওয়ার।
পড়ালেখার পাশাপাশি রাজনীতি করতেন। ২০০৪ সালে আইন বিভাগে উত্তীর্ণ হয়ে ঢাকা আইনজীবী পরিষদে শিক্ষানবিশ ছিলেন। তখন আওয়ামী লীগ আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট শাহানাজ পারভীনের সাথে একুশে আগস্টের সেই সমাবেশে যোগদান করেন। সেই গ্রেনেড হামলায় মারাত্মক আহত হন।