
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ | জাতীয় সংবাদ | নির্বাচন | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » মিরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিলা আলোচনার শীর্ষে
মিরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিলা আলোচনার শীর্ষে
রাশেদুজ্জামান রিমন ॥ মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। ইতি মধ্যেই প্রত্যেক উপজেলায় শুরু হয়েছে নির্বাচনের আমেজ। এ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান মিরপুর উপজেলা নারী ফোরামের সাধারণ সম্পাদক ফুলবাড়ীয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরপর দুই বার ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বর, শিরিন শিলা। নির্বাচনের লক্ষ্যে মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় পোস্টারিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। শিরিন শিলা বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত এবং সমাজের বিভিন্ন সেবামূলক কাজে সংপৃক্ত আছি। আওয়ামীলীগের সমর্থন পেলে এবং নির্বাচনে বিজয়ী হয়ে তিনি এ উপজেলার উন্নমূলক কাজের পাশাপাশি নারী নেতৃত্বের বিকাশসহ নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি জানান।
মিরপুরে ৩ মাদকসেবীর কারাদন্ড
রাশেদুজ্জামান রিমন ॥ কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে কারাদন্ড প্রদান করেছে। বুধবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ গ্রামের অভিযান চালিয়ে গাঁজাসেবনরত অবস্থায় ওই গ্রামের মৃত আব্দুর সরদারের ছেলে জহুরুল ইসলাম (৩৮), খায়রুল ইসলাম (২৮), সিরাজুল ইসলামের ছেলে মিলনকে (২৭) আটক করে। এ সময়ে আটককৃত প্রত্যেকের নিকট থেকে ১৫ গ্রাম করে গাঁজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ টেবিলের ২২ ধারায় তাদের প্রত্যেকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময়ে মিরপুর থানার সেকেন্ড অফিসার এস আই বোরহান-উল-ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।