
শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ চিত্র | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম | সংগঠন সংবাদ » কুষ্টিয়ায় সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থি বাছাই মিটিংয়ে হামলা, আহত-১
কুষ্টিয়ায় সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থি বাছাই মিটিংয়ে হামলা, আহত-১
Bijoynews : কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থি বাছাইয়ের তৃনমুলের মিটিংয়ে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মন্ডল আহত হয়েছেন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় বিকেল ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থি বাছাই নিয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর ও শহর আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়। কাকে প্রার্থি করা হবে এবিষয়ে নাম প্রস্তাব পর্ব শুরু হয়। এসময় শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার নাম প্রস্তাব করলে শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানের সমর্থকরা হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মন্ডলের ওপর চড়াও হয় এবং বেধড়ক মারপিট করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তৃনমুল নেতৃবৃন্দের অভিযোগ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের ইন্ধনেই ওই হামলার ঘটনা ঘটেছে। তবে ওই বর্ধিত সভা কোন রকম সিদ্ধান্ত ছাড়াই সম্পন্ন হয়েছে।
ওই ঘটনার পর থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।