
রবিবার, ২০ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জাতীয় সংবাদ | নির্বাচন | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » জনপ্রিয়তার শীর্ষে কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রার্থী ডিউ
জনপ্রিয়তার শীর্ষে কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রার্থী ডিউ
Bijoynews : কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রার্থী কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক নেত্রী, মুক্তিযোদ্ধার সন্তান আফরোজা আক্তার ডিউ। তিনি কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাথে দলের বিভিন্ন সাংগঠনিক কাজে সহযোগীতা করে আলোড়ন সৃষ্টি করেছেন। গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায় সাধারন নারীদের মন জয় করে নিজের সাধ্যমত অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি বছর খানেক আগে কুষ্টিয়ার কুমারখালী থানা এলাকার সাংবাদিক ওহাব সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরন করে, তার ছেলের লেখাপড়ার জন্য প্রতি মাসে নিজ বেতন থেকে ১হাজার টাকা করে দিয়ে থাকেন। সম্প্রতি কুষ্টিয়া কালেক্টরেট স্কুলের এক কোমলমতি শিক্ষার্থীর ব্রেন টিউমার হওয়ায় ভারতে উন্নত চিকিৎসার জন্য ১লাখ টাকা প্রদান করেন। অসচ্ছল নারীদের সেলাই মেশিন, দরিদ্র শিক্ষার্থীদের বই, খাতা কলম সহ বিভিন্ন শিক্ষা উপকরন প্রদান করে থাকেন। বৃদ্ধাআশ্রমে বস্ত্র বিতরণ, অনাথ আশ্রমে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। এমনিভাবে নিরবে সমাজের উন্নয়নমুলক কাজ করে যাচ্ছেন। এজাতীয় সমাজ সেবা মূলক কাজের জন্য আফরোজা আক্তার ডিউ ২০১৭সালে জয়ীতা পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও তিনি সাধারণ মানুষের পাশে থেকে সুখ দুঃখের সাথী হয়ে রয়েছেন।