
রবিবার, ১৩ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম | সিলেট » মৌলভীবাজারে বাংলাদেশ কবি মহল এর বার্ষিক কবি মহাসম্মেন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে
মৌলভীবাজারে বাংলাদেশ কবি মহল এর বার্ষিক কবি মহাসম্মেন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে ভৈরবগঞ্জ বাজার উচ্চ বিদ্যালয়ের জনমিলন কেন্দ্রে গতকাল বিকালে। বাংলাদেশ কবি মহলের প্রতিষ্ঠাতা সভাপতি কবি শেখ শাহ্ জামাল আহমদের সভাপতিত্বে ও উপদেষ্টা আলমগীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- -৫নং কালাপুর ইউনয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- ভারতের বিশিষ্ট কবি ও সাংবাদিক আছহাব উদ্দিন তালুকদার। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ভারতের পল্লীকবি ও বাংলাদেশ কবি মহলের ভারত শাখার কমিশনার কমর উদ্দিন লস্কর, প্রবীণ লেখক আবু নছর, বিশিষ্ট কবি ও লেখক আ.ক. ম ওয়ায়েজ উদ্দিন পল্লব, সিলেটের মহীয়সি নারী ডাঃ শাহনাজ পারভীন। বক্তব্য রাখেন- বাংলাদেশ কবি মহলের সাধার সম্পাদক হিমাংশু বর্ধন হিমু। স্বরচিত কবিতা পাঠ করেন- স্বপ্নবাংলা পরিষদের মেয়র এস,পি সেবু প্রমুখ।