
রবিবার, ২ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ চিত্র | আজব দুনিয়া | ক্রাইম রির্পোট | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম » কক্সবাজারে নারী বিমানযাত্রীর গোপনাঙ্গে ৭শ পিস ইয়াবা!
কক্সবাজারে নারী বিমানযাত্রীর গোপনাঙ্গে ৭শ পিস ইয়াবা!
কক্সবাজার)প্রতিনিধিঃকক্সবাজার বিমান বন্দর থেকে গোপনাঙ্গে লুকিয়ে ইয়াবা পাচারের সময় নাফিজা আকতার নামের এক নারীকে আটক করা হয়েছে।সে পঞ্চগড় সদর উপজেলার মিঠাছড়ি এলাকার রফিক মিয়ার মেয়ে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. খাইরুজ্জামানের বরাতে জানা গেছে,শনিবার (১ ডিসেম্বর) নাফিজা আকতার বিকেল ৩টা পাঁচ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজার ত্যাগের উদ্দেশ্যে দুপুর আড়াইটা নাগাদ বিমানবন্দরে আসে।বিমানবন্দরে প্রবেশকালীন স্ক্যানিং মেশিনে নাফিজার গোপনাঙ্গে ইয়াবার উপস্থিতি নিশ্চিত হয়ে নিরাপত্তা কর্মীরা পুলিশকে খবর দেয়।পরবর্তিতে পুলিশ এসে গোপনাঙ্গ থেকে ৭শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের এই কর্মকর্তা আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন সময় বিমানে বা সড়ক পথে কক্সবাজার থেকে ইয়াবা পাচার করার কথা স্বীকার করেছে।তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।