
শনিবার, ১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ চিত্র | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম » কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় র্যাবের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার
কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় র্যাবের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার
Bijoynews : কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় ৮০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাবের আভিযানিক একটি দল। ১লা ডিসেম্বর শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদেও ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকা থেকে পলাশ শেখ(২৪) ও সৌরভ আহম্মেদ নামে দুই যুবককে আটককৃত পলাশের দোকান ঘর থেকে ৮০ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃত পলাশ শেখ মোল্লাতেঘরিয়া গ্রামের নিজাম শেখের ছেলে ও সৌরভ আহম্মেদ একই এলাকার মেহেদী হাসান জুয়েলের ছেলে। র্যাব এসময় তাদের হেফাজত থাকা ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট, ২ টি মোবাইল ও ৩ টি সিম উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।