
শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ চিত্র | খুলনা | জাতীয় সংবাদ | নারী ও শিশু নির্যাতন | বক্স্ নিউজ | শিরোনাম » কুষ্টিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে দেয়ার অভিযোগ
কুষ্টিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে দেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া জগতি কলোনি পাড়ার হাকিমের বিরুদ্ধে স্ত্রী শামসুন নাহার পলিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ করেছে বোন শিখা খাতুন।
হাকিম কুষ্টিয়া জগতি ৩ নং কলোনির আজগর আলী মেম্বারের ছেলে।
শিখা খাতুন জানান, গত তিন চার দিন আগে আমার বোন ফোন দিয়ে বলে আমার গহনা ও কিছু টাকা রয়েছে সেগুলো তুমি নিয়ে যাও। আমার বোন কোন ভাবেই আত্মহত্যা করতে পারেনা। ওকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
হাকিমের আগে একটি বউ ছিল সেই বউয়ের দুই সন্তান রয়েছে। আমার বোন তার আগের স্বামী কে ছেড়ে হাকিমকে বিয়ে করায় আমরা ওর সাথে খুব একটা যোগাযোগ করতাম না। এলাকাবাসী সূত্রে জানা যায়, হাকিম এর প্রথম স্ত্রীর হাকিম এর বিরুদ্ধে কোটে একটি মামলা দায়ের করে। সেই মামলা থেকে বাঁচতে হাকিম এর কাছে ২ লক্ষ ৭০ হাজার টাকা দাবি করে প্রথম স্ত্রী। হাতিম সুকৌশলে তার দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে এইটা কাটি নিতে চাচ্ছিলাম। দ্বিতীয় স্ত্রী দিতে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী ধারণা। এই হত্যাকাণ্ডটি দিনের বেলায় ঘটলেও প্রতিবেশী কেউই জানত না যে হাকিম এর দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছে। হাকিম ডাক্তার ডেকে আনার পর এলাকাবাসী প্রথম জানতে পারে যে হাকিম এ দিতে স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এলাকাবাসী আরও জানান হাকিমের দ্বিতীয় স্ত্রী তার প্রথম স্বামীকে ছেড়ে আসার সময় ৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১লক্ষ ৭০হাজার টাকা নিয়ে আসে।
এলাকাবাসী সূত্রে আরো জানা যায় যে, হাকিমের স্ত্রী শামসুন নাহার পলি গলায় ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করার সময় তার পা মাটিতে লেগে ছিল। শামসুন নাহার পলির গালে ও হাতে আঘাতের চিহ্ন ছিল বলেও জানান তারা।
শামসুন নাহার পলির খালু হুমায়ুন কবির জানান, আমরা কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে ত্রিবেণী এসেছে। বাদ মাগরিব ত্রিবেণী কবরস্থানে জানাজা শেষে শামসুন নাহার পলির দাফন সম্পন্ন করা হবে। তিনি আরো বলেন পলিকে হত্যা করা হয়েছে। আমরা হাকিম এর বিরুদ্ধে মামলা করব। শামসুন নাহার পলির আগের পক্ষের একটি ৯ বছরের কন্যা সন্তান রয়েছে।
শামসুন নাহার পলি ঝিনাইদহ জেলার শোলকুপা থানাধীন ত্রিবেণী গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।
এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে পুলিশ।