
বুধবার, ২৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » শিরোনাম | সিলেট » ইতিহাস ঐতিহ্যের প্রতীক মৌলভীবাজারের কমলগঞ্জের ইরানী তোরণ
ইতিহাস ঐতিহ্যের প্রতীক মৌলভীবাজারের কমলগঞ্জের ইরানী তোরণ
বিজয় নিউজ:
: তন্ময় চক্রবর্তী তান্না :
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগরের ইরানী তোরণ এ উপজেলার ইতিহাস ঐতিহ্যের প্রতীক। ১৯৫১ সালে ইরানের শাহেন শাহ রেজা পাহলভী’র সম্মানে স্থাপিত হয় ঐতিহ্যবাহী এই ইরানী তোরনটি। ইতিহাসের সাক্ষী এই তোরনটি সংস্কারের দাবী জানিয়েছে এলাকাবাসী। জানা যায়, ১৯৫১ সালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলার নওয়াব বাড়ির আমন্ত্রণে এসেছিলেন ইরানের শাহেন শাহ রেজা পাহলভী। ইরানের শাহেন শাহ একটি বিশেষ বিমানে করে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমান বন্দরে অবতরণ করে একটি বিশেষ ট্রেন যোগে শমশেরনগর রেলওয়ে ষ্টেশন থেকে লংলা রেলওয়ে ষ্টেশনে গিয়েছিলেন। তার সম্মানে সে সময় লংলার নওয়াব পরিবার শমশেরনগর ও লংলা রেলওয়ে ষ্টেশনে দু’টি তোরণ নির্মাণ করেছিলেন। যাহা আজও ইতিহাস ঐতিহ্যের শাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। স্থানীয়ভাবে এটির পরিচিত রয়েছে ইরানী তোরণ হিসাবে। সম্প্রতি সিমেন্ট বোঝাই একটি ট্রাকের ধাক্কায় শমশেরনগর তোরণের ডান দিকের অংশটির নিচের দিকে ফাটল দেখায় যে কোন সময়ে তোরণটি ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবার আশঙ্কা রয়েছে। এলাকাবাসীর ক্ষতিগ্রস্থ তোরণটি অবিলম্বে সংস্কার করার দাবি জানিয়েছেন। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ক্ষতিগ্রস্থ তোরণটি পরিদর্শন করেছেন। তিনি জেলা প্রশাসক ও রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে ইতিহাস ঐতিহ্যের প্রতীক এই তোরণটি সংস্কার ও সংরক্ষনের জন্য জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন।