
মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ | বক্স্ নিউজ | শিরোনাম » ব্যালট বাক্স ছিনতাইয়ের মধ্য দিযে কুষ্টিয়ায় ভোট গ্রহণ সম্পন্ন
ব্যালট বাক্স ছিনতাইয়ের মধ্য দিযে কুষ্টিয়ায় ভোট গ্রহণ সম্পন্ন
বিজয় নিউজ: ব্যালট বাক্স ছিনতাই, ভোট কেন্দ্র দখল, প্রশাসনের সামনেই ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে সীল মারার মধ্য দিয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।বিএনপি ও জাসদসহ বিভিন্ন দলের চেয়ারম্যান-মেম্বর প্রার্থীরা প্রিজাইডিং অফিসারের নিকট অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি বলে প্রার্থীরা অভিযোগ করেছে। এদিকে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খোন্দকার টিপু সুলতান রিটানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেও হতাশ হয়েছেন।
মিরপুর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে আমলা, সদরপুর ফুলবাড়ীয়া, বহলবাড়ীয়, আমবাড়িয়া, তালবাড়ীয়া, কোর্শা ইউনিয়নে সকাল সাড়ে ১০টা থেকে কমান্ড ইস্টাইলে আওয়ামীলীগ নেতাদের নেতৃত্বে একদল আওয়ামী সমর্থিত ব্যক্তিরা ভোট কেন্দ্রে প্রবেশ করে প্রিজাইডিং অফিসারের নিকট থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। পরে বুথের মধ্যেই স্থানীয় প্রশাসনের সামনেই নৌকা প্রতিকে সীল মেরে ব্যালট বক্সে ভর্তি করা হয়েছে। ফলে অনেক কেন্দ্রে বেলা ১টার আগেই ব্যালট পেপার শেষ হয়ে যায়। ভোটাররা ভোট দিতে না পেরে ফিরে আসে। দুপুর ২টার দিকে ফুলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে ব্যালট বক্স ছিনতাই করা হয়।
এ ব্যাপারে শিমুলিয়া বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার বজলুর রহমানের নিকট জানতে চাওয়া হলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, আমরা নিরুপাই। নওদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মঞ্জুরুল হক জানান, আমি অসহায়, তবে উদ্ধর্তন কর্মকর্তাদেরকে ঘটনাটি জানিয়েছি। আমার কিছুই করার নেই। কামির হাট ফুলবাড়ীয়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান, বিজ নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম, বহলবাড়ী ইউনিয়নের খারারা মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফারুক হোসেনসহ প্রতিটা কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে সকলের একই বক্তব্য আমরা অসহায়, আমাদের কিছুই করার নেই।
এদিকে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা এই নির্বাচন থেকে সরে এসেছে। সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, দেশের জনগন দেখলো কি ভাবে আওয়ামীলীলীগ ভোট কেন্দ্র দখল করে, ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে এবং ব্যালট বক্স ছিনতাই করে নিজেদের প্রার্থীকে নির্বাচিত করলো। এই নির্বাচনে অংশ গ্রহন করা না করা সমান কথা। তিনি বলেন আওয়ামীলীগ অতীতেও ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে এবারও ঠিক তাই করছে। তাদের কাজই হলো জনগনের ভোটে পরাজয় হবে ভেবে ভোট ডাকাতি করে নির্বাচিত হওয়া।