
রবিবার, ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ চিত্র | শিরোনাম » নাটোরে নির্বাচন সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ হবে : জেলা প্রশাসক
নাটোরে নির্বাচন সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ হবে : জেলা প্রশাসক
বিজয় নিউজ: লালপুর (নাটোর) প্রতিনিধি :
নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হবে, আপনারা নির্বিঘেœ ভোট দিবেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মত বিনিময় সভায় ২০ মার্চ লালপুর থানা বালিকা বিদ্যালয় চত্বরে নাটোরের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান এসব কথা বলেন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপত্বিতে সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার ব্যাণার্জী বলেন, নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতর ভুমিকা পালন করবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবেনা। সভায় আরো বক্তব্য রাখেন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক কাজি আতিয়ুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম, র্যাব -৫ এর কমান্ডার অলক বিশ্বাস, লালপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার। উপস্থিত ছিলেন বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম, বিজিবি প্রতিনিধি সুবেদার লুৎফর রহমান, আনছার আরিফুল ইসলাম, রির্টনিং অফিসারবৃন্দ। সভায় লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য বৃন্দ অংশ নেন। জেলা প্রশাসক সকল প্রার্থীদের সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে শপথ বাক্য পাঠ করান।
সভা শেষে নাটোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), লালপুর থানার ওসি সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিল রেষ্ট হ্উাজে স্থানীয় সাংবাদিকদের সাথে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।