
রবিবার, ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ | শিরোনাম » কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও একাডেমিক ভবনের উদ্বোধন
কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও একাডেমিক ভবনের উদ্বোধন
বিজয় নিউজ: কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়ার আয়োজনে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবনির্মিত দ্বিতীয় একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দেশ সেরা জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়ার সভাপতি সৈয়দ বেলাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়ার অধ্যক্ষ ও ঢাকা মহাম্মদপুর প্রিপারেটরী স্কুলের শিক্ষিকা মিসেস রেহানা সুলতানা, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহ-সভাপতি মুজিব-উল-ফেরদৌস ও ঢাকা মহম্মদপুর প্রিপারেটরী স্কুলের উপাধ্যক্ষ মৌশেদা শাহিন ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আনার কলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহ-সভাপতি আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহ-সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা, ঢাকা মহাম্মদপুর প্রিপারেটরী স্কুলের উপাধ্যক্ষ সেলিনা বাণু, সহকারী অধ্যাপক সাহিদা নাজনিন, সিনিয়র শিক্ষক কাজি রোকসানা হাফিজ, কামরুন নাহার বাণি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়ার প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা।
প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, খেলাধুলা জীবনের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়।
সভাপতির বক্তব্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়ার সভাপতি সৈয়দ বেলাল হোসেন বলেন, আমরা সেই জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছে। আমাদের অহংকার করার মত অনেক কিছু আছে। আমি আশা করি শিক্ষা ক্ষেত্রে আগামীতে কালেক্টরেট স্কুল অনেক এগিয়ে যাবে।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বতীয় পর্বে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়ার নবনির্মিত দ্বিতীয় একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও বৃত্তি প্রদান করা হয়।