
শনিবার, ১৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ চিত্র | শিরোনাম » কুষ্টিয়ায় বোমা ফাটিয়ে নৌকা প্রার্থীর অফিসে অগ্নিসংযোগ
কুষ্টিয়ায় বোমা ফাটিয়ে নৌকা প্রার্থীর অফিসে অগ্নিসংযোগ
বিজয় নিউজ: কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন’র নৌকা প্রতীকের অফিসে অগ্নিসংযোগ করেছে দৃর্বৃত্তরা। অগ্নিসংযোগে শেখ হাসিনার ছবি সংবলিত নৌকা প্রতীকের পোষ্টার এবং অফিসটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় তারা পরপর দু’টি শক্তিশালী হাত বোমার বিস্ফোরন ঘটিয়ে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পরই সকালে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুড়িয়ে ফেলা নির্বাচনী অফিসের প্রধান আসাদ জানিয়েছেন, রাত আড়াইটার দিকে একদল দৃর্বৃত্ত নৌকার অফিসে হামলা চালায়। এসময় তারা দুটি শক্তিশালী বোমার বিস্ফোরন ঘটায়। পরে অফিসে অগ্নিসংযোগ করে বীরদর্পে এলাকা ত্যাগ করে। তিনি জানান, নির্বাচনী প্রতিপক্ষের সমর্থকরা অফিস প্রতিষ্ঠার সময় থেকেই হুমকি ধামকি দিয়ে আসছিল। আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন জানিয়েছেন, সদ্য আওয়ামীলীগে যোগদানকারী গিয়াস উদ্দীন সোনা আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে ছিলেন। তিনি মনোনয়ন বঞ্চিত হয়ে জাসদ মনোনীত প্রার্থী আব্দুল হাফিজ তপনের সাথে একাত্বতা ঘোষনা করে মশাল প্রতীকের নির্বাচন করছে। সোনাই আমার প্রতি ঈষান্বিত হয়ে তার লোকজন দিয়ে নিয়মিত ভাবে আমার কর্মী সমর্থকদের উপর হুমকি ধামকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আমার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করে তারা পুড়িয়ে দিয়েছে। তিনি এ ঘটনার সুষ্টু প্রতিকার দাবী করে স্থানীয় রিটার্নিং অফিসার এবং ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।