
শনিবার, ১৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » ক্রাইম রির্পোট | বক্স্ নিউজ | শিরোনাম » অসামাজিক কর্মকান্ড, কুষ্টিয়ায় এসআইসহ নারী কনস্টেবল ক্লোজড
অসামাজিক কর্মকান্ড, কুষ্টিয়ায় এসআইসহ নারী কনস্টেবল ক্লোজড
বিজয় নিউজ: কুষ্টিয়ার খোকসায় থানা কোয়ার্টারে এসআই ও কনস্টেবল অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে ওই এসআই ও নারী কনস্টেবলকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বৃহস্পতিবার তাদের ক্লোজড করা হয়।
এর আগে বুধবার রাতে খোকসা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই শহিদুল ইসলাম শহিদ ও নারী কনস্টেবল সুমি আক্তারকে (কং নম্বর ১০৯৪) থানা কম্পাউন্ডের কোয়ার্টারে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়।
এসময় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই কক্ষের দরজায় তালা লাগিয়ে দেয়। এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে দরজার তালা খুলে তাদের থানায় নিয়ে আসা হয়। অনৈতিক সম্পর্কের প্রমান মেলায় রাত ১টা ২৩ মিনিটের অভিযুক্ত পুলিশ সদস্যদের কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজড করার নির্দেশ দেওয়া হয়।
এসআই শহিদুল ইসলাম শহিদ বিজয় নিউজকে জানান তার বিরুদ্ধে পুলিশের ভিতর থেকে ষড়যন্ত্র হয়েছে। ঘটনার রাতে তিনি ওই পুলিশ সদস্যের কোয়ার্টারে দাওয়াত খেতে গিয়েছিলেন বলে দাবি করেন।
এ ব্যাপারে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী দাউদ হোসেন বলেন, সে তো (অভিযুক্ত) বলবেই। এ সমস্ত বিভাগীয় ব্যাপার। তবে অন্য কোনো জুনিয়র অফিসারের সঙ্গে কথা বললে ভালো হয় বলেও তিনি জানান। তিনি নিজেকে অভিভাবক বলেও দাবি করেন। এ ছাড়া তিনি কোনো মন্তব্য করেন নি।