
শনিবার, ১৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » লাইফ স্টাইল » রাতে করুন এই ৩টি ছোট্ট কাজ, সারাদিন পান ঝলমলে সুন্দর চুল
রাতে করুন এই ৩টি ছোট্ট কাজ, সারাদিন পান ঝলমলে সুন্দর চুল
বিজয় নিউজ:যেন সুন্দর করে গোছানো যায়না চুল গুলোকে। ফলে নিস্তেজ চুলের কারণে চেহারাটাই বাজে দেখায়। সকাল বেলা ঝলমলে চুল পেতে হলে রাতের বেলা করতে হবে ছোট্ট তিনটি কাজ। জেনে নিন ঝলমলে চুলের জন্য রাতের ৩টি কাজ সম্পর্কে।
১০০ বার আচড়ান
ঝলমলে চুল পেতে চাইলে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ১০০ বার চুল আঁচড়ে নিন। মোটা দাঁতের চিরুনী দিয়ে সামনে থেকে পেছনে ৫০ বার এবং পেছন থেকে সামনে ৫০ বার চুল আঁচড়ে নিন। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালণ বেড়ে যাবে। ফলে চুল দ্রুত বৃদ্ধি হবে এবং চুল থাকবে ঝলমলে সুন্দর।
সিল্কের বালিশের কভার
সকালে সুন্দর ঝলমলে চুল পেতে চাইলে রাতে ঘুমানোর সময় সুতি বালিশের কভারের বদলে সিল্কের বালিশের কভার ব্যবহার করুন। সিল্কের বালিশের কভারে সারা রাত চুল ঘষা লাগলেও চুলের ক্ষতি হয় না এবং চুল নিস্তেজ হয় না। ফলে সকাল বেলা উঠে চুল থাকে রেশম কোমল ও ঝলমলে।
চুলের আগায় সামান্য তেল
রাতে ঘুমাতে যাওয়ার আগে চুলের গোড়ায় সামান্য তেল লাগিয়ে নিন। তেলের পরিমাণ খুবই সামান্য হতে হবে। দুই তিন ফোটা তেল হাতে নিয়ে আলতো করে লাগিয়ে নিন পুরো চুলের আগায়। তাহলে সকালে ঘুম থেকে ওঠার পর চুল থাকলে ঝলমলে ও কোমল। সেই সঙ্গে চুল গুলোকে নিয়ন্ত্রণে আনতেও সমস্যা হবে না।