
শুক্রবার, ১৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » খেলার খবর | শিরোনাম » বগুড়ার শাজাহানপুরে প্রমিলা ফুটবল ম্যাচে হাজার হাজার দর্শক
বগুড়ার শাজাহানপুরে প্রমিলা ফুটবল ম্যাচে হাজার হাজার দর্শক
বিজয় নিউজ: জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শাজাহানপুরের ডেমাজানীতে অনুষ্ঠিত প্রীতি প্রমীলা ফুটবল ম্যাচে কানায় কানায় পূর্ণ হাজার হাজার দর্শক। শুক্রবার বিকেলে শেখ রাশেল স্মৃতি আন্তঃজেলা ফুটবল টূর্ণামেন্টের আয়োজক কমিটির আয়োজনে ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত এই চিত্তাকর্ষক ম্যাচে ম্যান অব দি ম্যাচ হয়েছে জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা। অপ্রতিরোধ্য গতিতে ফুটবল খেলে তিনি ওই ম্যাচে উপস্থিত ১০-১২ হাজার দর্শককে মাতিয়েছেন। জাতীয় দলের ৪জন সহ ঢাকা থেকে আসা এক ঝাঁক সেরা প্রমীলা ফুটবলার দু’ভাগে বিভক্ত হয়ে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। দেশের অত্যন্ত জনপ্রিয় দু’টি ফুটবল দলের নামের সাথে মিল রেখে তাদের প্রতীকি নামকরণ করা হয় ঢাকা বিজেএমসি মহিলা ফুটবল দল এবং ঢাকা মোহামেডান মহিলা ফুটবল দল। খেলার প্রথমার্ধে অপ্রতিরোধ্য বিজেএমসি দল ৪-০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে প্রথম প্যানাল্টি থেকে ১টি গোল করে ব্যবধান কমায় ঢাকা মোহামেডান দল। এরপর আবারো ১টি গোল করে গোল ব্যবধান বাড়ায় ঢাকা বিজেএমসি দল। বিজেএমসি দলের পক্ষে সাবিনা ৪টি এবং মৌসুমী ১টি গোল করেন। জবাবে খেলার দ্বিতীয়ার্ধে মোহামেডান দলের পক্ষে প্যালাণ্টিকে ১টি গোল করেন জেসমিন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান। আসাদুর রহমান দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর থানার ওসি রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ ইন্সপেক্টর আলমগীর হোসেন, সভাপতির পত্নী প্রভাষক শামীমা জেসমিন, অধ্যক্ষ আবু জাফর আলী, অধ্যক্ষ এএইচএম শফিকুত তারিক, সাইফুল ইসলাম বিমান, আমরুল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব প্রমুখ।