
শুক্রবার, ১৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » বক্স্ নিউজ » প্রথম বারের মত রেল পথে ভারত থেকে পাঠানো তেলবাহী ওয়াগন বাংলাদেশে পৌছছে
প্রথম বারের মত রেল পথে ভারত থেকে পাঠানো তেলবাহী ওয়াগন বাংলাদেশে পৌছছে
বিজয় নিউজ:গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ ভারত ও বাংলাদেশের মধ্যে সুমধুর সম্পর্ককে আরও জোরালো করতে এবার ভারত থেকে রেল পথে ডিজেল পাঠানোর ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী ২২০০ মেট্রিকটন ডিজেল ভর্তি ৪২ টি ওয়াগন গতকাল শুক্রবার বৈকালে ৪ টায় ভারতের নুমালিগার তেল শোধনাগারের শিলিগুড়ি টার্মিনাল থেকে সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেল বন্দরে পৌছেছে। আগামীকাল দিনাজপুরের পার্বতীপুরে ষ্টেশনে ভারত থেকে প্রেরিত ডিজেল বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রীর আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করার কথা রয়েছে। এ সময় রহনপুর ষ্টেশনে উপস্থিত ছিলেন রাজশাহী ডেপুটি কমিশনার (রাজস্ব) রুহুল আমিন, রহনপুর রাজস্ব কর্মকর্তা শচীন কুমার সেন, রহনপুর ষ্টেশন মাষ্টার কামরুল ইসলাম সহ অন্যরা। ডিজেলবাহী ট্রেনটি দুই দেশ মিলিয়ে মোট ৫১৬ কিলোমিটার যাত্রা করবে। এ আগে গত বৃহস্পতিবার দুপুরে প্রথম রেল পথে বাংলাদেশে ডিজেল প্রেরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং দার্জিলিং সংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। অনুষ্ঠান শেষে সবুজ পতাকা নেড়ে ডিজেল বাহী ট্রেনের শুভ যাত্রা করেন মন্ত্রী এবং সাংসদ। তার মধ্যে ২৫৩ কিলোমিটার ভারতে এবং ২৬৩ কিলোমিটার পথ রয়েছে বাংলাদেশে। রেলপথে এই প্রথমবার বাংলাদেশে ডিজেল পাঠাল ভারত। এর আগে ২০০৭ সালে ব্রহ্মপুত্র নদীর মাধ্যমে ডিজেল পাঠানো হয়েছিল পদ্মা নদীর দেশে।