
শুক্রবার, ১৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » শিক্ষা সংবাদ » যশোরের সম্মিলনী ইনস্টিটিউশনের ১২৫ বছর পূর্তিতে দু’দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজন
যশোরের সম্মিলনী ইনস্টিটিউশনের ১২৫ বছর পূর্তিতে দু’দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজন
বিজয় নিউজ: যশোর :যশোরের ঐতিহ্যবাহী সম্মিলনী ইনস্টিটিউশনের ১২৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুই দিনের এই উৎসবকে ঘিরে নতুনরূপ পেয়েছে প্রতিষ্ঠানটি। শহরের চৌরাস্তা থেকে বিদ্যালয় পর্যন্ত রাস্তার দুইধারে আলোকসজ্জা ও রঙিন কাপড়ের বর্ণচ্ছটায় মুড়ে দেয়া হয়েছে। এখানকার প্রাক্তন ছাত্রদের অনেকে গবেষক, উপন্যাসিক, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, গীতিকার, রাজনীতিক, মুক্তিযোদ্ধাসহ সমাজ বির্নিমাণে ভূমিকা রাখেন। নক্ষত্র সেইসব ছাত্রদের মিলনমেলা বসতে যাচ্ছে স্কুল প্রাঙ্গনে। দু’দিনব্যাপি এ আয়োজন মেলার পর্দা উঠছে শনিবার।
উদযাপন পর্ষদের আহবায়ক মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর বৃহত্তর যশোরের উপ-প্রধান রবিউল আলম জানান, ১৯৮১ সালের ব্যাচ পুনঃর্মিলনী করতে গিয়ে বিদ্যালয়ের ১২৫ বছর উদযাপনের বিষয়টি সামনে আসে। তখন থেকেই প্রস্তুতি নেওয়া হয়। উৎসবটি প্রাণবন্ত করতে ১৩টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
উদযাপন পর্ষদের সদস্য সচিব হিমাদ্রি সাহা মনি জানান, অনুষ্ঠানে প্রাক্তন ১৪ শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। এছাড়াও আনন্দযাত্রা, দেশবরেণ্য শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণিল আতশবাজি উৎসব হবে। শুধু তাই নয় তথ্যবহুল একটি স্মরণিকা প্রকাশ করা হবে। দুই দিনের এই উৎসবে রায় বাহাদুর যদুনাথ মজুমদারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ‘রায় বাহাদুর যদুনাথ মেলা’ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মেলা কমিটির আহ্বায়ক ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল জানান, রায় বাহাদুর যদুনাথ শুধু সম্মিলনী ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতাই নন, তিনি আধুনিক যশোর গড়ার রূপকারও। এই মেলায় তার ও স্বজনদের দুর্লভ আলোকচিত্র এবং যশোর ও লোহাগড়ায় তার কৃতির তথ্য উপস্থাপন করা হবে। এর মাধ্যমে তাকে যশোরবাসী নতুন করে আবিষ্কার করতে পারবেন।
জানা যায়, উৎসবের প্রথম দিনে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের (এমপি) উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও প্রখ্যাত উপন্যাসিক নিমাই ভট্টাচার্য্য, ডা. সূর্য্য কুমার মজুমদার ও ডা. এহিয়া হোসেন উপস্থিত থাকবেন।
দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন ছাত্র প্রফেসর অসিত বরণ ঘোষ। যাদের সম্মাননা প্রদান করা হবে তারা হলেন, প্রাক্তন শিক্ষক প্রবোধ চন্দ্র সাহা, তারাপদ দাস, মনুজ কান্ত মজুমদার, রবিউল হোসেন, দাস দুলাল হরি, আব্দুল্লাহ খান হামদু, মিজানুর রহমান, সৈয়দ হারিস উদ্দীন, জাহাঙ্গীর আলী, জগৎ নারায়ণ ঘোষ, মোজাহার আলী, সাহিদা চৌধুরী, মুন্সি আবদুর রফিক ও জীবন কুমার চক্রবর্তী।