
শুক্রবার, ১৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » দুর্যোগ-দুঘর্টনা | বক্স্ নিউজ | বরিশাল | শিরোনাম » ভোলায় ‘নিখোঁজ’ শিশুর লাশ উদ্ধার
ভোলায় ‘নিখোঁজ’ শিশুর লাশ উদ্ধার
বিজয় নিউজ: ভোলা : ভোলার চরফ্যাশনে একদিন আগে ‘নিখোঁজ’ এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাজারীগঞ্জ গ্রামের একটি ডোবায় লাশটি পাওয়া যায় বলে শশীভূষন থানার ওসি আবুল বাশার জানান।
নিহত মহুয়া (৩) হাজারীগঞ্জ গ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের মেয়ে।
শিশুর বাবার বরাত দিয়ে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার শিশুটি নিখোঁজ হয়। এ নিয়ে রাতে এলাকায় মাইকিং করা হয়েছে।’
শশীভূষন থানার ওসি আবুল বাশার বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই গ্রামের একটি ডোবা থেকে মহুয়ার লাশ উদ্ধার করা হয়।
শিশুটির মৃত্যুর কারণ সর্ম্পকে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।