বিয়ে না করেই মা

: শামসুল আলম স্বপন :
বন্ধুরাষ্ট্র বাংলাদেশ
করছো কেন নি:শেষ ।
বিএসএফ’র গুলি,
মরছে নিরিহ বাঙ্গালী ।
আমরা তোমায় বলি,
পারো যদি খেলো,
পাকিদের রক্তে হোলি ।
তুমি বলে ছিলে..
কুকুর মরলে দু:খ পাবো
মুসলিম মরলে নয় ।
এখন কেন পাকিস্তান দেখে
এত তোমার ভয় ?
শোন দাদা মোদী,
যুদ্ধ বাঁধাও যদি,
যেতে পারে জীবনটা
হারাতে পারো গদি।
২৬/০৯/২০১৬
রাত: ২টা ২৫ মিনিট।