
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ক্রাইম রির্পোট | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম | স্পেশাল রির্পোট » কুষ্টিয়ায় পরিবেশ বান্ধব জিকজাক ইট ভাটার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ওরা কারা ?
কুষ্টিয়ায় পরিবেশ বান্ধব জিকজাক ইট ভাটার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ওরা কারা ?
বিজয় নিউজ কুষ্টিয়া : ৩০/১২/২১ : কুষ্টিয়ায় শতাধিক খড়িতে পোড়ানো অবৈধ ইটভাটা চালালেও ওই সব ভাটার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়নি কোন পদক্ষেপ । খড়ি পোড়ানোর ফলে দুষণ হচ্ছে পরিবেশ ,শুন্য হচ্ছে বিভিন্ন ফল ও কাঠের গাছপালা। প্রশাসনকে মোটা টাকায় ম্যানেজ করেই খড়িদিয়ে পোড়ানো হচ্ছে ইট । এ সবের বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশ না করে একটি মহল জিকজাক ভাটা ও মালিকদের বিরুদ্ধে বিষোধাগার করছে লাগামহীন ভাবে। খোঁজ নিয়ে জানাগেছে কুষ্টিয়ায় সরকারের অনুমোদন নিয়ে ৫৫টি জিকজাক ভাটা ইট পোড়াচ্ছে । তারা সরকারকে এ পর্যন্ত প্রায় ৩ কোটি টাকা ভ্যাট ও আয়কর দিয়েছে। খড়ি ভাটার মালিকরা অনেকেই অবৈধ ভাবে ভাটা চালাচ্ছে তাদেও বিরুদ্ধে না লিখে জিকজাক ভাটার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় জিকজাক ভাটার মালিকরা চরম ক্ষুদ্ধ । কুষ্টিয়ার জিকজাক ভাটা সমিতির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক হাবলু মোল্লা ও সাধারণ সম্পাদক কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান বলেন, আমরা পরিবেশ বান্ধব ভাটা চালাচ্ছি কিন্তু একটি মহল আমাদের ভাটা ও নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত । কুষ্টিয়ার সাংবাদিকদের একটি গ্রুপের নেতা বলছে আমরা নাকি রাশেদ নামের এক সাংবাদিককে ৩ লাখ টাকা দিয়েছি সাংবাদিকদের ম্যানেজ করার জন্য। তাকেও তিন লাখ দিতে হবে। তা না হলে সে কুষ্টিয়ার জিকজাক ভাটা সমিতির নেতাদের বিরুধে ধারা বাহিক ভাবে লিখবে। তারা বলেন বৈধ ভাবে ভাটা চালাচ্ছি আমরা কেন সাংবাদিক ম্যানেজ করার জন্য টাকা দিবো। যারা অবৈধ ভাবে ভাটা চালাচ্ছে তারা প্রশাসন ও সাংবাদিক ম্যানেজ করতে পারে। আমরা এ ব্যাপারে অচিরেই সমিতির মিটিং ডেকে চাপ সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো ।