
শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ | জাতীয় সংবাদ | নির্বাচন | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » কুষ্টিয়ার হাটশ হরিপুর ইউনিয়নবাসী তাদের প্রিয় নেত্রী সম্পা মাহমুদকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছে
কুষ্টিয়ার হাটশ হরিপুর ইউনিয়নবাসী তাদের প্রিয় নেত্রী সম্পা মাহমুদকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছে
Bijoynews,kushtia :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে নির্বাচনী আলোচনা সরব হয়ে উঠেছে জনগণ। চলছে উন্নয়নমুখী চুলচেরা হিসাব নিকাশ। এ ক্ষেত্রে অনেক এগিয়ে আছেন হাটশ হরিপুর ইউনিয়নের আওয়ামীলীগের নেত্রী, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বিগত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত সম্পা মাহমুদ। জনগণের দাবি তাদের প্রিয় নেত্রী সম্পা মাহমুদকে এবারও নৌকা প্রতীক দিলে অনেক ভোটে নির্বাচিত হবেন তিনি । চায়ের দোকান,হাট বাজারে এবং ইউনিয়নের গ্রামে গ্রামে,পাড়ায় পাড়ায় চলছে সম্পা মাহমুদের গুনকীর্তন । হাটশ হরিপুর ইউনিয়নবাসীর প্রত্যাশা সম্পা মাহমুদ চেয়ারম্যান নির্বাচিত হলে হাটশ হরিপুর ইউনিয়ন হবে উন্নয়নের মডেল ইউনিয়ন পরিষদ । সম্পা মাহমুদ একজন মানবীয় চেয়ারম্যান ও নেত্রী হিসেবে সমধিক পরিচিত। হতদরীদ্র কোন ব্যক্তি তার কাছে যেয়ে খালি হাতে ফেরেনি কখনো। সমাজ সেবায় তার অবদান অনন্য । তাঁর জনপ্রিয়তা এখন সবার শীর্ষে । তিনি নিজ ইউনিয়নে শক্তিশালী করে গড়ে তুলেছেন আওয়ামীলীগের শক্তভীত । তিনি এলাকার জনগণ ও সকল মেম্বরদের সাথে নিয়ে অতীতে উন্নয়ন মুলক কাজ করেছেন । এবারও নির্বাচিত হলে তিনি সকলকে নিয়ে কাজ করবেন এ প্রতিশ্রতি দিচ্ছেন ভোটরদের।
চেয়ারম্যান থাকাকালীন সময়ে সম্পা মাহমুদ হতদরীদ্র মানুষের জন্য ভিজিএফ কার্ডের ব্যবস্থা করা, বয়স্ক ভাতাসহ মাতৃকালীন ভাতা প্রদান করেছেন স্বচ্ছতার সাথে। জনগণের প্রত্যাশা আবারো বিপুল ভোটে নির্বাচিত হবেন তাদের প্রিয় নেত্রী সম্পা মাহমুদ ।
চেয়ারম্যান পদপ্রার্থী সম্পা মাহমুদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, কুষ্টিয়া-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মাহবুব উল আলম হানিফ এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার প্রতি আস্থাশীল । তাকে দলীয় মনোনয়ন দিলে তিনি নির্বাচিত হয়ে মানুষের সেবায় আবারও আত্মনিয়োগ করতে চান । সম্পা মাহমুদ এ প্রতিবেদককে জানান আমি দল ও মানুষের জন্য রাত-দিন কাজ করি । ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মানুষ আমাকে অনেক ভালোবাসেন। আল্লাহর অশেষ মেহেরবাণীতে এবার আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে মাদকমুক্ত সমাজ গড়বো, শিক্ষা বিস্তারে কাজ করবো, রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তার পাশে অবস্থিত অপ্রয়োজনীয় পুকুর ভরাটের ব্যবস্থা করবো, হাট বাজারের উন্নয়ন করবো ।
ইউনিয়নবাসীর দাবি সম্পা মাহমুদকে দলীয় মনোনয়ন দিলে হাটশ হরিপুর ইউনিয়নে নৌকা প্রতীক বিপুল ভোটে জয় লাভ করবে।