
শনিবার, ৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » চিলাহাটি গার্লস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের প্রদায়ন ও নবাগত কমিটির অভিষেক অনুষ্ঠিত
চিলাহাটি গার্লস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের প্রদায়ন ও নবাগত কমিটির অভিষেক অনুষ্ঠিত
রুহানা ইসলাম ইভা.
ডোমার উপজেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি গার্লস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের প্রদায়ন ও নবাগত কমিটির অভিষেক বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে চিলাহাটি গার্লস্ স্কুল এন্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রথমেই অধ্যক্ষের প্রদায়নের জন্য মেনেজিং কমিটির সভাপতি ও শিক্ষক বৃন্দ পৃথক পৃথক ফুল দিয়ে শুভেচ্ছা জানায় অধ্যক্ষকে। অপরদিকে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও কমিটির সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় অধ্যক্ষ ও শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চিলাহাটি গার্লস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী, গভর্নিং বডি’র সভাপতি এ.কে.এম.জাহাঙ্গীর বসুনিয়া রাসেল, সহ-প্রধান শিক্ষক নাছরিন নাহার, সিনিয়র সহকারী শিক্ষক আক্তারুজ্জামান, অফিস সহকারী (অবসর প্রাপ্ত) কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সহিদুল ইসলাম বসুনিয়া, গভর্নিং বডি সদস্য ইমরুল কায়েস চৌধুরী, ইংরেজি প্রভাষক মোহসীনা আক্তার ও ইসলাম শিক্ষা প্রভাষক গোলাম আযম।
চিলাহাটি গার্লস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী ও গভর্নিং বডি’র সভাপতি এ.কে.এম.জাহাঙ্গীর বসুনিয়া রাসেল তার বক্তব্যে বলেন, করোনা মহামারীর কারনে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গন তার প্রাণ ফিরে পেয়েছে। তাই প্রতিটি শিক্ষক/শিক্ষিকাকে আপ্রাণ চেষ্টা করতে হবে, কোনভাবে যেন এই শিক্ষা প্রতিষ্ঠানের কোন ছাত্রী তাদের শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে না পরে। কারন একজন শিক্ষকেই পারে তার শিক্ষার্থীদের লেখাপড়া শিখিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরনা জোগাতে।