
রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | তথ্যপ্রযুক্তি | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | মিডিয়া | রংপুর | রাজনীতি | শিরোনাম » চিলাহাটির তরুণ সাংবাদিক ইভা যুব সাংবাদিক ফেলোশীপে সম্মাননা স্মারক পেল
চিলাহাটির তরুণ সাংবাদিক ইভা যুব সাংবাদিক ফেলোশীপে সম্মাননা স্মারক পেল
ডোমার উপজেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির তরুণ সাংবাদিক রুহানা ইসলাম ইভা’কে শনিবার নীলফামারী ইউএসএস এর পক্ষ থেকে ও একশন ফর ইম্প্যাক্ট (এফরআই) প্রজেক্টের সহযোগিতায় যুব সাংবাদিক ফেলোশীপে সম্মাননা প্রদান করা হয়। রুহানা ইসলাম ইভা চিলাহাটি সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী । তার পিতা সাংবাদিক এ.আই.পলাশের হাত ধরেই লেখাপড়ার পাশাপাশি এই পেশায় জড়িয়ে পরেন। প্রায় ৩ বছর যাবত রংপুর থেকে প্রকাশিত দৈনিক প্রথম খবর পত্রিকার চিলাহাটি প্রতিনিধি ও অনলাইন পত্রিকা বিজয় নিউজ ২৪ ডট কম’এর ডোমার উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদ প্রেরণ করে আসছে। তার দীর্ঘদিনের সাংবাদিকতায় বিভিন্ন বিস্তুনিষ্ঠ সংবাদের প্রেক্ষিতেই এই ফেলোশীপ সম্মাননা পেলেন। এই সম্মাননা পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন, বিশিষ্ট সমাজ সেবক রেয়াজুল ইসলাম কালু, চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিরা।
সাংবাদিক ইভাকে বিজয় নিউজ ২৪ ডট কম’ পরিবারের অভিনন্দন :
ডোমার উপজেলার চিলাহাটির তরুণ সাংবাদিক রুহানা ইসলাম ইভা’ ফেলোশীপ সম্মাননা পাওয়ায় তাকে বিজয় নিউজ ২৪ ডট কম’ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে ।
ডোমারের ভোগডাবুরী ইউনিয়নে চলছে নির্বাচনের গরম হাওয়া
রুহানা ইসলাম ইভা
.ডোমার উপজেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রায় ৩ মাস বাকি তাই চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউপি সদস্য/সদস্যা প্রার্থীরা চুসে বেরাচ্ছে তাদের নিজ নিজ এলাকায়। তবে একজন চেয়ারম্যান প্রার্থী পুরো ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ভোট প্রার্থনা করছে। সব মিলিয়ে প্রতিটি হাট-বাজারে এখন চলছে নির্বাচনের গরম হাওয়া। ডোমার উপজেলা সহ ভোগডাবুরী ইউনিয়নের জনপ্রিয় মুখ ও দানশীল ব্যক্তি বিশিষ্ট সমাজ সেবক রেয়াজুল ইসলাম কালু শনিবার সন্ধ্যায় তার একটি পথসভায় শত শত পুরুষ ও মহিলার সমগম দেখে মনে হচ্ছে নির্বাচনের দিন ঘনিয়ে এসেছে।
উক্ত পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী রেয়াজুল ইসলাম কালু বলেন, সাধারণ মানুষের সেবা করায় চেয়ারম্যানদের দায়িত্ব। এই ভোগডাবুরী ইউনিয়নে প্রায় ৩৫ হাজার পরিবারের বসবাস। এর মধ্যে বেশিরভাগ মানুষই দারিদ্রতার মাঝে বসবাস করে। একজন চেয়ারম্যান ৫ বছরের দায়িত্ব থাকা অবস্থায় এই নিম্নপরিবারগুলোকে সেবা দিলেই আগামি দিনে সেই চেয়ারম্যানের চলার পথে কোন বাঁধা-বিপত্তী থাকে না। অথচ আজ আমরা কি দেখছি। সেটা আমার থেকে আপনারাই ভাল জানেন। আমি ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের জন্ম নিয়েছি। দীর্ঘদিন যাবত ডোমার উপজেলা সহ ভোগডাবুরী ইউনিয়ন বাসীর প্রতিটি ব্যক্তির সঙ্গে আমার সু-সম্পর্ক রয়েছে। কেউ কোনদিন বলতে পারবে না আমি কারো ক্ষতি করেছি। পারলে যে ব্যক্তি অসুবিধায় থাকে আমার সরাপন্ন হলে যতটুকু পারি উপকার করেছি। তাই আজ ভোগডাবুরী ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে এলাকার নিম্নআয়ের পরিবারগুলোর আগের থেকে বেশি উপকার করতে পারব। এখন বিবেচনা করার দায়িত্বটা আপনাদের।