
রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিক্ষা সংবাদ | শিরোনাম » হরিনাকুন্ডুর শিক্ষক কর্মচারী ফোরাম মৃত দুজনশিক্ষক পরিবারের প্রতি মানবিক সহানুভূতির দৃষ্টান্ত স্থাপন করলো
হরিনাকুন্ডুর শিক্ষক কর্মচারী ফোরাম মৃত দুজনশিক্ষক পরিবারের প্রতি মানবিক সহানুভূতির দৃষ্টান্ত স্থাপন করলো
স্টাফ রিপোর্টারঃ হরিনাকুন্ডু শিক্ষক কর্মচারী ফোরাম উপজেলার মান্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরহুম আব্দুর রশিদ খাঁন এবং মান্দিয়া আইডিয়াল কলেজের অফিস সহায়ক মরহুম সাইফুল ইসলামের পরিবারের প্রতি মানবিক সহানুভূতি প্রকাশের মাধ্যমে এক দৃষ্টান্ত স্থাপন করল। এ উপলক্ষে আয়োজিত এক স্মরন সভা ও দোয়ার মাহফিল উপজেলা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মোক্তার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাশিপ নেতা অধ্যক্ষ শরিফুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ রবজেল হোসেন। মুস্তাফিজুর রহমান টুটুলের সঞ্চালনায় সহানুভূতি প্রকাশ উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়ার মাহফিলে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানগন আবেগঘন বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্বে করোনায় মৃত্যুবরনকারী আব্দুর রশিদ খাঁন এবং সর্প দংশনে মৃত্যুবরনকারী সাইফুল ইসলামের স্ত্রীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মান্দিয়া আইডিয়াল কলেজের প্রভাষক মাওঃ আব্দুল মালেকের পরিচালনায় মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাহবুব মুরশেদ শাহীন, হরিনাকুন্ডু, ঝিনাইদহ।