
রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | রংপুর | রাজনীতি | শিক্ষা সংবাদ » চিলাহাটিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার
চিলাহাটিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার
রুহানা ইসলাম ইভা
.ডোমার উপজেলা প্রতিনিধিঃ সারাদেশের স্কুল-কলেজ খুলে দেওয়ার কথা হলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রায় এক সপ্তাহ ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করে দেয়। দেড় বছর পর সকল স্কুল-কলেজ খুলে দেওয়ায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনেই প্রথমে কুশোল-বিনিময়ের মাধ্যমে ক্লাস রুমে গিয়ে রুটিন অনুযায়ী ক্লাস শুরু করে। চিলাহাটি সরকারী কলেজে ঠিক একইভাবে ক্লাস শুরু করে শিক্ষকরা। অপরদিকে, চিলাহাটি গালর্স্ স্কুল এন্ড কলেজ, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষরা জানান, ২০২০-২১ ও ২২ সালের এসএসসি, এইচএসসি ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা ছিল ৮০%। ঠিক একইভাবে চিলাহাটি মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয়, মুক্তিরহাট উচ্চ বিদ্যালয়, কারেঙ্গাতুলী উচ্চ বিদ্যালয়, খানকায়ে কারামতিয়া উচ্চ বিদ্যালয়, কাঠালতলী উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাইমারী স্কুলগুলোতে সরকারী রুটিন অনুযায়ী ক্লাস নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় শিক্ষার্থীরা ব্যপক আনন্দের জোয়ারে ভাসছে।