
শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | দুর্যোগ-দুঘর্টনা | বক্স্ নিউজ | রাজনীতি | রাজশাহী | শিরোনাম » লালপুরে পদ্মায় নিখোঁজ ৫ম শ্রেণীর ছাত্রী পাপড়ির মরদেহ উদ্ধার
লালপুরে পদ্মায় নিখোঁজ ৫ম শ্রেণীর ছাত্রী পাপড়ির মরদেহ উদ্ধার
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পদ্মা নদীর পানিতে ডুবে যাওয়া নিখোঁজ পঞ্চম শ্রেণীর ছাত্রী শিশু পাপড়ির (১১) মরদেহ উদ্ধার হয়েছে ।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষীপুর গ্রামের জুলহাস উদ্দিন পাখির মেয়ে পাপড়ি পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানির স্রোতে ভেসে গিয়ে ডুবে যায়। পাপড়ি উপজেলার লক্ষীপুর নুরানি কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় বৃহস্পতিবার লালপুর ও রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথ ভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে রাতে উদ্ধার কাজ বিরত রাখে।
শুক্রবার(১০ সেপ্টেম্বর ) সকাল ৭ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে তা স্থগিত ঘোষনা করে ডুবুরি দল।
তবে স্থানীয় সূত্রে জানা যায় , তার পরিবারের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল । শুক্রবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে গৌরীপুর আকছেদ আলীর তালতলা মোড় নামক স্থানে পদ্মা নদীতে পাপড়ির মরদেহ উদ্ধার করা হয়।
এব্যাপারে লালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গতকাল বিকেল ৫টা থেকে উদ্ধার কাজ চালিয়ে রাতে বিরতি দিয়ে আবার শুক্রবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে পাপড়ির খোঁজ না পাওয়ায় তা স্থগিত ঘোষণা করা হয়।
তবে শেষ পর্যন্ত তার পরিবার ও স্থানীয়দের তৎপরতায় পাপড়ির মরদেহ উদ্ধার হয়েছে।