
বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ চিত্র | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম » চুয়াডাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে হত্যা
চুয়াডাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে হত্যা
Bijoynews : চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন যাদবপুর গ্রামে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম জেসমিন আক্তার ওরফে আয়না খাতুন (৩৮)। তিনি কুয়েত প্রবাসী হাবিবুর রহমান হাবিলের স্ত্রী।
পুলিশ জানায়, রাত ২টার দিকে আয়না খাতুনকে গলাকেটে হত্যা করা হয়। তার চিৎকারে বাড়ির আশপাশের সবাই ছুটে আসেন। কিন্তু তার আগেই মারা যান আয়না খাতুন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে মরদেহের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে যাদবপুর গ্রামের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।