
সোমবার, ৩০ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম » ডোমারে “কঞ্চি-কলম পদ্ধতিতে বাঁশ চাষ ও বাঁশঝাড় ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ডোমারে “কঞ্চি-কলম পদ্ধতিতে বাঁশ চাষ ও বাঁশঝাড় ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
রুহানা ইসলাম ইভা.ডোমার উপজেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমারে “কঞ্চি-কলম পদ্ধতিতে বাঁশ চাষ ও বাঁশঝাড় ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলা আরবিআরটিসি কনফারেন্স রুমে, আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে, আরবিআরটিসি, বিএফআইআর বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষনা করেন, রংপুর বিভাগীয় কমিশনার (অতিঃ সচিব) আবদুল ওয়াহাব ভূঞা।
বিশেষ অতিথি হিসেবে নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, ডিডি এলজি আব্দুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, সহকারী কমিশনার (ভুমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা আ’ লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ও বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, সহ-সাধারন সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মাসুম, অর্থ সম্পাদক রবিউল হক রতন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার ওয়াহাব ভূঞা বলেন, সরকার সকল অংশে সমান উন্নয়ন করতে চান সে জন্য এই অঞ্চলে বাঁশ গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। অর্থনৈতিক ও আঞ্চলিক গুরুত্ব অনেক বেশি। আমি যে এলাকার দ্বায়িত্বে নিয়োজিত সে এলাকার মানুষের সাথে মতবিনিময় এবং এলাকা পরিদর্শন করা। আর এই জন্যেই আজকে আমার আসা। পরিশেষে তিনি ২ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন। এবং ৩০ জন প্রশিক্ষনার্থীদের কৃষকদের মাঝে বাঁশের কঞ্চি থেকে তৈরি কলম চারা বিতরণ করেন।
ডোমারে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
রুহানা ইসলাম ইভা.ডোমার উপজেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলাধীন সকল ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশের দফাদার ও মহল্লাদারদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন, রংপুর বিভাগীয় কমিশনার (অতিঃ সচিব) আবদুল ওয়াহাব ভূঞা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, ডিডি এলজি আব্দুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, সহকারী কমিশনার ভুমি জায়িদ ইমরুল মোজাক্কিন, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের দফাদার ও মহল্লাদারদের মাঝে ৮৭টি বাইসাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়া সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছেন। এবং তিনি সকলের মাঝে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। করোনা মহামারীর মধ্যে দিয়ে যে কাজ গুলো চলছে, এক সময় বলা হতো পদ্মা সেতু হবে কি না, মেট্রোরেল হবে কি না, রংপুর পারমাণবিক কেন্দ্র হবে কি না সন্দেহ ছিল? সব বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু এখন সবকিছু দৃশ্যমান হয়েছে এবং সাফল্যের দিকে দেশ এগিয়ে গেছে। আমরা পুরো দেশটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে পারি, পাশাপাশি এর সুফল আমরা সবাই পাব। তাই সরকারের উন্নয়নের কাজে আপনাদের সকলকেই সহযোগিতা কামনা করেন তিনি।