
শুক্রবার, ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | রাজশাহী | শিক্ষা সংবাদ | শিরোনাম » লালপুরে হাফিজ-নাজনিন ফাউন্ডেশনের আলোচনা সভা ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
লালপুরে হাফিজ-নাজনিন ফাউন্ডেশনের আলোচনা সভা ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার মুরদহ গ্রামের হাফিজ-নাজনিন ফাউন্ডেশন চত্ত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে হাফিজ-নাজনিন ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার দিনব্যাপি দুস্থ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়,তাঁরা প্রতিবছরের ন্যায় এবারও আগস্ট মাসের শেষ শুক্রবারে শোক দিবস উপলক্ষে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। অনুষ্ঠানে লালপুর ও বাগাতিপাড়ার ৩০ জন দুস্থ শিক্ষার্থীদের পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হন সাবেক সচিব ও মুক্তিযুদ্ধ জাদুঘরের সদস্য সচিব এবং কিউরেটর মো.নজরুল ইসলাম খান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বঙ্গবন্ধু সম্পর্কে ভালো করে পড়ালেখা করবে। তাঁর স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেকে গড়ে তুলো। তোমরাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়বে।
ফাউন্ডেশনের সহসভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (এডিশনাল ডিআইজি) শাহ মিজান শাফিউর রহমান। নাটোরের বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, সিংড়া সার্কেলের সহকারি পুলিশ সুপার জামিল হোসেন প্রমুখ। দুপুরে ফাউন্ডেশন চত্ত্বরে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।