
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ জগত | জাতীয় সংবাদ | প্রেম / পরকিয়া | বক্স্ নিউজ | ময়মনসিংহ | রাজনীতি | শিরোনাম » ঘরে স্ত্রী রেখে দুই সন্তানসহ চাচিকে বিয়ে করল ভাসুরের ছেলে
ঘরে স্ত্রী রেখে দুই সন্তানসহ চাচিকে বিয়ে করল ভাসুরের ছেলে
Bijoynews :
দীর্ঘ দেড় যুগের পরকীয়ার অবসান ঘটিয়ে অবশেষে চাচার দুই সন্তানসহ স্কুলশিক্ষক চাচি রহিমা আক্তার রুমাকে বিয়ে করলেন শরীফুল ইসলাম নামে টাঙ্গাইলের এক যুবক।
সম্প্রতি সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস পানাউল্লাহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিজের স্ত্রী সন্তান থাকতেও চাচার কাছ থেকে চাচিকে ভাগিয়ে নিয়ে দুই সন্তানসহ বিয়ে করায় এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।
বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম বলেন, উভয় পরিবারের সমঝোতার মাধ্যমে শরিফুল ও রহিমার বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের বিষয়টি শরিফের বর্তমান স্ত্রীও মেনে নিয়েছেন।