
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | দুর্যোগ-দুঘর্টনা | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম » চিলাহাটিতে ট্রেনের সঙ্গে ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ ও আহত ১১
চিলাহাটিতে ট্রেনের সঙ্গে ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ ও আহত ১১
রুহানা ইসলাম ইভা.
ডোমার উপজেলা প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশন থেকে মঙ্গলবার সকাল ৭.১০ মিনিটে খুলনার উদ্দেশ্যে রহনা দেয় খুলনামেল এক্সপ্রেস ট্রেনটি। চিলাহাটি রেলস্টেশন থেকে প্রায় ৭ কি.মি. অতিক্রম করার পর উক্ত উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাট সংলগ্ন রেলঘুন্টির কাছে ট্রেনটি দ্রুত বেগে পৌছালে সেই লাইনের উপরে পূর্ব থেকে আসা ঢাকা মেট্রো-ট ২২-৮১৮৫ একটি ইট বোঝাই ট্রাক রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে পাশ্ববর্তী ধানক্ষেতে পরে যায় এবং ট্রাকের সামনের ২টি চাকা ট্রেনের ইঞ্জিনের ভিতরে চলে যায়। ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ গজ দুরে গিয়ে ট্রেনের ইঞ্জিনটি থেমে যায়। এতে ট্রেনের ইঞ্জিনেরও ব্যপক ক্ষতি হয়েছে।
জানা গেছে, প্রতিদিন চিলাহাটি রেলস্টেশন থেকে সকাল ৬.৫০ মিনিটে খুলনাগামী খুলনামেল এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। সাময়ীক ত্রুটির কারনে মঙ্গলবার সকালে ট্রেনটি ৭.১০ মিনিটে চিলাহাটি থেকে ছাড়ে। এবং ঘটনাস্থলে ৭.২০ মিনিটে পৌছালে নঁওগা থেকে আসা ইট বোঝাই ট্রাকটি ঢাকা মেট্রো-ট ২২-৮১৮৫ রেললাইনের উপরে গিয়ে আকর্ষীকভাবে বন্ধ হয়ে যায়। এবং সঙ্গে সঙ্গে রেলের ইঞ্জিনটি ট্রাকটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হয়। এবং চালকের কোন খবর পাওয়া যায়নি। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বিকট শব্দে যখন দূর্ঘটনাটি ঘটে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে ট্রেনের বেশ কয়েকজন যাত্রীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ডোমার বোড়াগাড়ী হাসপাতাল এবং বেশকিছু যাত্রীকে রংপুর মেডিকেলের উদ্দেশ্যে প্রেরন করা হয়।
এ ব্যপারে উক্ত কেতকীবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপুর সাথে কথা হলে তিনি বলেন, আমার ইউনিয়নের মধ্যে ৩টি উন্মুক্ত রেলক্রসিং রয়েছে, তাও আবার জনবহুল এলাকায়। যেকোন মূহুর্তেই এই রেলক্রসিংগুলোতে দূর্ঘটনা ঘটতে পারে। তারি সূত্র ধরে আজকের এই দূর্ঘটনা।
এই সংবাদ লেখা পর্যন্ত ঘটনাস্থলে স্থানীয় পুলিশ প্রশাসন, রেল বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা বিভাগ ঘটনাস্থলে পৌছায়। তবে রেলসূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের উদ্ধারকৃত রিলিপ ট্রেনটি ঘটনাস্থলে এসে রেলের ইঞ্জিন ও বগি উদ্ধার করে পুনরায় চিলাহাটি রেলস্টেশনে নিয়ে আসবে এবং রেললাইনের ক্ষতিগ্রস্থ স্থানগুলো পর্যবেক্ষন করার পর পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে।