
সোমবার, ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | রাজশাহী | শিরোনাম » জাতীয় শোক দিবস উপলক্ষে লালপুরে আড়বাব ইউনিয়নে আলোচনা সভা
জাতীয় শোক দিবস উপলক্ষে লালপুরে আড়বাব ইউনিয়নে আলোচনা সভা
লালপুর (নাটোর) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লালপুরের আড়বাব ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের আয়োজনে সোমবার (২৩ আগস্ট) বিকেলে সালামপুর বাজার চত্বরে আড়বাব আওয়ামী লীগের একাংশের সভাপতি আফজালুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লার সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর- বাগাতীপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ইস্কেন্দার মির্জা, বীর মুক্তিযোদ্ধা আজবার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আসম মাহমুদুল হক মুকুল, গোলাম কাউছার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার ভাদু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইকবাল হোসেন রিপন, উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্টু, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।
এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।