
সোমবার, ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » ক্রাইম রির্পোট | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি » পলাশবাড়ীতে যানবাহন তল্লাশিকালে ঊনত্রিশ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক
পলাশবাড়ীতে যানবাহন তল্লাশিকালে ঊনত্রিশ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন তল্লাশিকালে ঊনত্রিশ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ফয়জুর রহমানকে (৫২) আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্র জানায়, গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম-এর নির্দেশনায় গোটা গাইবান্ধা জেলার অংশ হিসেবে পলাশবাড়ী এলাকার সর্বত্র মাদকমুক্ত করতে এলাকার সড়ক-মহাসড়কে চলাচলরত যানবাহন সমূহে মাদক বিরোধী পুলিশি তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানার নির্দেশে এসআই হৃষিকেশ চন্দ্র বর্মণের নেতৃত্বে এএসআই রাম চন্দ্র প্রামানিক, এএসআই নুর আলম সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স সোমবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার বরিশাল ইউপির দুবলাগাড়ীস্থ ঢাকা-রংপুর মহাসড়কে সন্দেহ জনক চলন্ত যানবাহন থ্রি-স্টার লিমা যাত্রীবাহী বাস তল্লাশি কালে একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর রাখা ঊনত্রিশ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ফয়জুরকে হাতে-নাতে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী ফয়জুর দিনাজপুর জেলার সদর উপজেলার রথিনাথপুর (ফকিরপাড়া) গ্রামের দিলু মোহাম্মদের ছেলে।
থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধায় ২শ’ জন উপকারভোগী পরিবারের মাঝে
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণ
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ কোভিড-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মানবিক সহায়তার আওতায় ৩৩৩ এর মাধ্যমে নির্বাচিত অসহায়-দুঃস্থ ২শ’ উপকারভোগী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসক মো. আবদুল মতিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি। এসময় গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিছুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল চাল ১০ কেজি, ডাল ২ কেজি, চিনি ১ কেজি, মুড়ি ১ কেজি, তেল ১লিটার, সুজি, নুডলস্, সাবান ও মরিচ।