
সোমবার, ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ জগত | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম » আটোয়ারীতে ভাড়া বাড়ি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
আটোয়ারীতে ভাড়া বাড়ি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ভাড়া বাড়ি থেকে ইয়াসিন জাহিদ চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ আগস্ট) বিকেলে উপজেলার কলেজরোড ছোটধাপ এলাকায় জাহের আলীর ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, ইয়াসিন জাহিদ চৌধুরী নামে ওই ব্যক্তি দিনাজপুরের ডাঙ্গাপাড়া হাকিমপুর এলাকার কুদ্দুস আলী চৌধুরীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আটোয়ারীর কলেজরোড ছোটধাপ এলাকায় জাহের আলীর ভাড়া বাড়িতে একায় থাকতেন তিনি। রোববার বিকেলে ভাড়া বাড়ির অন্য ভাড়াটিয়ারা বাড়িতে তার ঘর থেকে আসা একটি পঁচা দূরগন্ধ পায়। বিষয়টি বাড়ির মালিককে অবহিত করে থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে মৃতদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরন করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন ও অনুসন্ধান চালান পিআইবি সদস্যরা।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিলো। দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।