
শনিবার, ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » দুর্যোগ-দুঘর্টনা | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম » গোবিন্দগঞ্জে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
গোবিন্দগঞ্জে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিরিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়াহাট তালতলা নামক এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাহাবুবুর রহমান (২৫), করিম মিয়া (৪০) ও ভুট্টু মিয়া (৩৬)। এদের তিনজনের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম দূঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর থেকে ছেড়ে আসা পায়েল পরিবহন নামে একটি দ্রুতগামী বাস ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়াহাট তালতলা নামক স্থানে আসলে মোটরসাইকেলটিকে চাপা দিলে ৩ জনের মৃত্যু হয়।
তিনি আরো জনান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ রির্পোট লেখা নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।