
সোমবার, ১৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম | সিলেট » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কমিশনের কার্যালয়ে এক আলোচনা সভা করে জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটি।
রোববার (১৫ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে বন্দরবাজারসস্থ খাদিজা মার্কেটের কার্যালয়ে আলোচনা সভা ও সৃষ্টিকর্তা যেনো সকল শহীদদের জান্নাতুল ফেরদাউস নছিব করেন সেই দোয়াও কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল মুক্তাদির, সিনিয়র সহ-সভাপতি সুনির্মল সেন, সাধারণ সম্পাদক এম এ মালেক, সাংগঠনিক সম্পাদক জাবেদ এমরান, অর্থ সম্পাদক মোশারফ হোসেন খাঁন, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদ আহমদ খাঁন, সাংস্কৃতিক সম্পাদক শংকর দত্ত, দপ্তর সম্পাদক আকমল হোসেন সুমন, সহ-দপ্তর সম্পাদক শরীফ আহমদ, গণমাধ্যম সম্পাদক মহিবুর রহমান, সহ-গণমাধ্যম সম্পাদক নিশি বিশ্বাস প্রমুখ।
১৫ আগস্টে সকল শহীদদের প্রতি জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর অফিস কার্যালয়ে আলোচনা সভা বক্তারা বলেন- ১৯৭৫ সালের ১৫ আগস্টের এই দিনে ঘাতকরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।
বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, তিন পুত্র- বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, দশ বছরের শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধুর সহোদর শেখ আবু নাসের, কৃষকনেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সেরনিয়াবাত, যুবনেতা বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, বেবী সেরনিয়াবাত, আরিফ সেরনিয়াবাত, সাংবাদিক শহিদ সেরনিয়াবাত, সুকান্ত বাবু, আব্দুল নঈম খাঁন রিন্টুসহ পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করে ঘাতকরা।
রাষ্ট্রপতির সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল জামিল, কর্তব্যরত পুলিশের বিশেষ শাখার এএসআই সিদ্দিকুর রহমান, সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হকও এদিন নিহত হন। ঘাতকদের কামানের গোলার আঘাতে মোহাম্মদপুরে একটি পরিবারের বেশ কয়েকজন হতাহত হন। আলোচনা শেষে নিহত শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।