
শুক্রবার, ১৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | ফটো গ্যালারী | বক্স্ নিউজ | মিডিয়া | রাজনীতি | শিরোনাম | সম্পাদকীয় » যে কারণে দেশপত্র পত্রিকা
যে কারণে দেশপত্র পত্রিকা
Bijoynws : আমার জানামতে সাঈদুর রহমান রিমন সম্পাদিত দেশপত্র দাম কম হলেও একটি দামি পত্রিকা । বিজ্ঞাপন সর্বস্ব কিংবা চরমপন্থী,সন্ত্রাসী, দুর্নীবাজ আমলা ,মাদক ব্যবসায়ী,ব্যাংক জালিয়াত, সরকারী সম্পদ লুটেরা অথবা দুর্বৃত্ত রাজনৈতিক নেতা কিম্বা রাতের রানীদের পৃষ্ঠপোষকতা করার পত্রিকা দেশপত্র নয়।
দেশপত্র পত্রিকা সাদাকে সাদা আর কালোকে কালো বলার দু:সাহস নিয়েই প্রকাশিত হতে যাচ্ছে । দেশপত্র পত্রিকা কারো রক্তচক্ষুকে ভয় করে না । অপসাংবাকিতা রুখতেও দেশপত্র পত্রিকার ভূমিকা থাকবে আপোষহীন। দৃশ্যমান সংবাদ শুধু নয় দেশপত্র পত্রিকায় প্রকাশিত হবে ঘটনার নেপথ্য কাহিনী ।
পাঠকের চাহিদা পুরণে দেশপত্র পত্রিকায় থাকবে অনুসন্ধানী প্রতিবেদন । এই পত্রিকায় তারাই সাংবাদিক হিসেবে স্থান পাবেন যারা আসলেই মনে প্রাণে সাংবাদিক । দেশপত্র পত্রিকা হবে বিদগ্ধ পাঠকের মুখপত্র । জয় হোক দেশপত্রের ।
শামসুল আলম স্বপন
সভাপতি
কুষ্টিয়া সিটি প্রেসক্লাব
মোবা: ০১৭১৬৯৫৪৯১৯