
বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ চিত্র | অপরাধ জগত | কুষ্টিয়ার সংবাদ | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রাজনীতি | শিরোনাম | সম্পাদকীয় » কুষ্টিয়া সুগার মিল থেকে ৫৩ টন চিনি আত্মসাতের ঘটনায় এক কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে দুদকের মামলা
কুষ্টিয়া সুগার মিল থেকে ৫৩ টন চিনি আত্মসাতের ঘটনায় এক কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক : ১২ আগষ্ট ২০২১।। কুষ্টিয়া সুগার মিল থেকে বিপুল পরিমাণ চিনি আত্মসাতের ঘটনায় মিলের এক কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশন দুদক।
কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়েরর উপ-সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে আজ বৃহস্পতিবার কুষ্টিয়া সদর থানায় এ মামলা করেন।
মামলায় কুষ্টিয়া সুগার মিলের উপ-ব্যবস্থাপক (ভান্ডার) আল আমিন, গুদামরক্ষক ফরিদুল হক ও শ্রমিক সরদার বশির উদ্দিন কে আসামি করা হয়েছে।
চলতি বছরের জুন মাসে দিকে কুষ্টিয়া সুগার মিলের চিনির গুদামের স্টক রেজিস্টার মেলাতে গিয়ে ধরা পড়ে গুদামে ৫৩ টন চিনির হদিস নাই। বিষয়টি জানাজানি হলে চিনিকল প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। সে সময় এ ঘটনায় গঠন করা হয় একাধিক তদন্ত কমিটি। পরে বিষয়টিা নিয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের তদন্তে উঠে আসে কুষ্টিয়া সুগার মিলের উপ-ব্যবস্থাপক (ভান্ডার) আল আমিন, গুদামরক্ষক ফরিদুল হক ও শ্রমিক সরদার বশির উদ্দিন এই চিনি আত্মসাতের ঘটনায় জড়িত।
এ ঘটনায় আজ দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া উপসহকারী পরিচালক নীল কমল পাল ওই তিন জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ওই তিন কর্মকর্তা কর্মচারী পরস্পর যোগসাজশে চিনিকলের ৫২.৭০০ টন চিনি আত্মসাৎ করেন। যার আনুমানিক মূল্য ৩৩,লক্ষ ২০হাজার ১০০ টাকা।