
মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়ার সংবাদ | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | শিক্ষা সংবাদ | শিরোনাম » দৌলতপুরে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, থানায় মামলা
দৌলতপুরে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, থানায় মামলা
Bijoynews : সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ।
সোমবার (৯ আগস্ট) বিকালে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকায় নিজ বাড়ি থেকে জহুরুল ইসলাম নামের ওই শিক্ষকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কলেজ শিক্ষক আল্লারদর্গার নুরুজ্জামান বিশ্বাস কলেজে ভূগোল বিভাগের শিক্ষক এবং শিক্ষকদের প্রশিক্ষক হিসাবে কাজ করতেন। তার পিতা রিফায়েতপুর ইউনিয়নের আলমাতলা গ্রামের মরহুম পলান মন্ডল।
এ ঘটনায় নিহতের ছোটভাই সাংবাদিক ও শিক্ষক আহাদ আলী নয়ন বাদি হয়ে দৌলতপুর থানায় রাতেই একটি মামলা দায়ের করেছেন।
নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, এ বছরের শুরু থেকে স্ত্রী ছাবিনা ইয়াসমিনের সাথে পারিবারিক বিরোধ চলে আসছিল জহুরুলের। সম্প্রতি সামাজিক বৈঠকের মাধ্যমে স্বামী-স্ত্রী পূনরায় একসাথে বসবাস শুরু করেন।
জহুরুল ইসলামের পরিবারের দাবি, সম্পদ আদায় না করতে পারার আক্রোশে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। পরে, ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে দৌলতপুর থানা পুলিশ। ওসি নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, লাশ ময়নাতদন্ত করে এবং আরও তদন্তের মাধ্যমে এটি আত্মহত্যা না-কি হত্যা সেটি নিশ্চিত হওয়া যাবে।
কলেজ শিক্ষক জহুরুল ইসলামের কলেজ পড়ুয়া এক ছেলে এবং মাধ্যমিকে পড়ুয়া এক মেয়ে রয়েছে। ঘটনার পর স্ত্রী-পুত্র ও কন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়। জহুরুল ইসলাম ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে আত্মহত্যা করেছেন বলে দাবি তাদের।