
রবিবার, ৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | রংপুর | রাজনীতি | শিরোনাম » গাইবান্ধায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন
গাইবান্ধায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন
দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স রোববার গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঢাকা থেকে সরাসরি সম্প্রচার করা হয়। ভিডিও কনফারেন্স শেষে এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দোয়া মাহফিল, দু:স্থ নারীদের সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. নার্গিস আক্তার, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড, সৈয়দ শামস্-উল আলম হীরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীর, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র মো. মতলুবর রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোছা. মাহামুদা বেগম পারুল, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক ও যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ। এসময় জেলা এবং উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার ৪৯ জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন এবং ৩০ জনকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। এরআগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান
পলাশবাড়ীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা
মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে রোববার (৮ আগস্ট) সকালে ঢাকা থেকে সরাসরি সম্প্রচার করা হয়। ভিডিও কনফারেন্স শেষে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে “সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” র্শীষক আলোচনা অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী ও উপজেলা মহিলা লীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ৭ জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন এবং ৪ জনকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।