
বৃহস্পতিবার, ৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ জগত | খুলনা | জাতীয় সংবাদ | বক্স্ নিউজ | মন্তব্য প্রতিবেদন / ফিচার | রাজনীতি | শিরোনাম » বিজিবি সদস্য মো: শহীদুল ইসলামকে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ
বিজিবি সদস্য মো: শহীদুল ইসলামকে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ
বিজয় নিউজ : জমি বিক্রি করার জন্য অগ্রীম টাকা নিয়ে সেই টাকা ফেরৎ না দেয়ার অজুহাতে মিথ্যা নারী নির্যাতনের অভিযোগ দিয়ে বিজিবি সদস্য মো: শহীদুল ইসলামকে ফাঁসানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন কুষ্টিয়ার কুঠি পাড়ার মৃত মিজানুর রহমানের কন্যা মোছা: সোহেলা পারভীন ওরফে সোনালী (৪১) ।
খোঁজ নিয়ে জানা গেছে বিজিবি সদস্য মো: শহীদুল ইসলাম পিতা-আহমদ আলী সাং-পুটিয়া চড়ইকোল ,থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়ার বিরুদ্ধে বহুল প্রচারিত অনলাইন পত্রিকা বিজয় নিউজ টুয়েন্টিফোর ডটকমে গত ৩১ জুলাই “ কুষ্টিয়ায় বিজিবি সদস্যের অবৈধ মেলামেশায় বিধাব নারী অন্ত:সত্ত্বা : মামলা দায়ের ” সংবাদটি ওই মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে প্রকাশিত হয় যা ছিল ভিত্তিহীন,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ।
জানা গেছে উক্ত নারী বিজিবি সদস্য শহীদুল ইসলামের দূর সম্পর্কীয় আত্মীয়া । বেশ কয়েক মাস আগে উক্ত নারী তার বাড়িতে যেয়ে তার স্ত্রীর সামনে পৈত্রিক জমি বিক্রয় করার জন্য প্রস্তাব দেন। জমি দেখে শহীদুল ইসলাম ও তার স্ত্রীর পছন্দ হলে দাম-দর ঠিক করে ওই মহিলাকে ষ্ট্যাম্পমুলে নগদ ৩ লক্ষ টাকা অগ্রীম প্রদান করেন । কিন্তু পরবর্তীতে ওই মহিলা জমির দাম বেশী চাইলে শহীদুল ইসলাম জমি ক্রয়ে আগ্রহ হারিয়ে ফেলেন। তিনি ওই মহিলার কাছে অগ্রীম প্রদান করা ৩ লক্ষ টাকা ফেরত চান। টাকা ফেরত আজ দেবো কাল দেবো বলে ওই মহিলা সময় ক্ষেপন করতে থাকেন। গত ২০ জুলাই শহীদুল ইসলাম টাকা ফেরত দেয়ার জন্য চাপ দেন। এরই প্রেক্ষিতে ওই মহিলা কারোর প্ররোচনায় শহীদুল ইসলামের বিরুদ্ধে কুৎসা রটনা করে কুষ্টিয়ায় মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগের সত্যতা না পেয়ে থানা কর্তৃপক্ষ ওই মহিলাকে অভিযোগের পক্ষে কিছু এবিডেন্স দাখিল করতে বলেন ।
কিন্তু ওই মহিলা এবিডেন্স দিতে অপারগতা প্রকাশ করেন। অনেকের ধারণা টাকা ফেরত না দেয়ার অভিপ্রায়ে মিথ্যা অভিযোগ দিয়ে ওই মহিলা শহীদুল ইসলামের মান-সম্মান হানী করেছেন। ওই মহিলার মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রেক্ষিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিজিবি সদস্য শহীদুল ইসলামের পরিবার ।